1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে ওয়ার্ল্ড নার্সিং কলেজের মানববন্ধন

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে ওয়ার্ল্ড নার্সিং কলেজের মানববন্ধন
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিউওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিউওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতি প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন মাগুরা জেলা শহরের পারনান্দয়ালী ওয়ার্ল্ড নার্সিং কলেজের শিক্ষার্থী ও পেশাজীবীরা।

সোমবার সকাল ১০টার দিকে পারনান্দয়ালী মহাসড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন কলেজটির শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা। তাদের দাবির মূল বক্তব্য—স্বাস্থ্যখাতে নার্সদের অবদান থাকলেও ডিপ্লোমা কোর্সগুলো এখনও স্নাতক সমমানের স্বীকৃতি পায়নি, যার ফলে পেশাগত জীবনে বৈষম্যের শিকার হচ্ছেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন গৌরব বিশ্বাস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (মাগুরা শাখা) এবং সাদিয়া ইসলাম, কার্যনির্বাহী সদস্য, ওয়ার্ল্ড নার্সিং কলেজ। তারা বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী এই কোর্সগুলোকে স্নাতক সমমানে উন্নীত করা সময়ের দাবি। পাশাপাশি উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকার দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং