মাগুরা সদর উপজেলার কৃষি অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কৃষিবিদ মো. তোজাম্মেল হক
মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার নতুন কৃষি অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কৃষিবিদ মো. তোজাম্মেল হক। সোমবার (৫ মে) বিকেলে তিনি সদর উপজেলার বর্তমান কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ুন কবিরের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
৩৬তম বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা মো. তোজাম্মেল হক ২০২৩ সালের নভেম্বরে মাগুরা সদর উপজেলায় অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে যোগদান করেন। সেখান থেকেই তিনি তার পেশাগত কর্মদক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আস্থাভাজন হন। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৭ এপ্রিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে কৃষি অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
নবনিযুক্ত কৃষি অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “কৃষকের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। মাগুরা সদর উপজেলার কৃষিকে আধুনিক ও টেকসই ভিত্তিতে গড়ে তুলতে আমি সবসময় মাঠপর্যায়ে থাকব।”
স্থানীয় কৃষক ও সহকর্মীদের মাঝে তার দায়িত্ব গ্রহণকে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সবার প্রত্যাশা, তার অভিজ্ঞতা ও দক্ষতায় মাগুরা সদর উপজেলার কৃষিখাত আরও সমৃদ্ধ হবে।