হোস্টেলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত শিক্ষার্থী ঈশিতার পাশে মাগুরা সরকারি মহিলা কলেজ
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা সংবাদদাতা
মাগুরা সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ঈশিতা (১৭) এখন ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। গত ১ মে বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে কলেজের “অপরাজিতা” হোস্টেলের চারতলা ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। তার বাড়ি মাগুরা সদর উপজেলার বুধরপাড়া গ্রামে।
ঘটনার পর ঈশিতাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এখনো ঘটনার তদন্তধীন রয়েছে।
ঈশিতার চিকিৎসা ব্যয় বহনের জন্য কলেজ কর্তৃপক্ষ এবং সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে এসেছে। কলেজের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে ১৫ হাজার টাকা সংগ্রহ করে ঈশিতার দরিদ্র পিতার হাতে তুলে দেয়। উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী শামসুজ্জামান কল্লোল, কলেজের শিক্ষকবৃন্দ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, যুগান্তরের মাগুরা প্রতিনিধি আবু বাসার আখন্দ, আহত ছাত্রীর পরিবার এবং শিক্ষার্থীরা।
এর আগে অধ্যক্ষ কাজী শামসুজ্জামান কল্লোল কলেজের পক্ষ থেকে ঈশিতার চিকিৎসার জন্য ৬৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেন এবং সার্বক্ষণিক ছাত্রীর পরিবারের খোঁজখবর রাখছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঈশিতা মোবাইল ভিডিও কলে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন।
হোস্টেল সুপার সাব্বির আহম্মদ জানান, “ঘটনার তদন্ত চলছে এবং কলেজ কর্তৃপক্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে।”
কলেজের শিক্ষক পরিষদ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ঈশিতার পাশে দাঁড়ানো এক মানবিক উদাহরণ হয়ে উঠেছে। সৃষ্টিকর্তার কৃপায় ঈশিতা এখনো জীবিত, তার দ্রুত সুস্থতা কামনা করছে পুরো কলেজ পরিবার।