1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

নিশ্চিন্তে গড়ি নিরাপদ বাড়ি মাগুরায় ঢালাই স্পেশাল সিমেন্টের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

নিশ্চিন্তে গড়ি নিরাপদ বাড়ি
মাগুরায় ঢালাই স্পেশাল সিমেন্টের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি

“নিশ্চিন্তে গড়ি নিরাপদ বাড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢালাই স্পেশাল সিমেন্ট মাগুরায় আয়োজন করে এক বিশেষ কর্মশালার। মঙ্গলবার শহরের দি রূপ রয়েল রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন মাগুরা জেলার প্রায় ৪০ থেকে ৪৫ জন বাড়ির মালিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালাই স্পেশাল সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মোঃ জিয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এজিএম (সিএসবিডি) বিদ্যুৎ কুমার বণিক এবং ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.কে. আলকমা ট্রেডার্স-এর স্বত্বাধিকারী ও ঢালাই স্পেশাল সিমেন্টের পরিবেশক মোঃ আব্দুল কুদ্দুস।

কর্মশালায় অতিথিবৃন্দ বাড়ি নির্মাণে টেকসই ও নিরাপদ কংক্রিট তৈরির উপযুক্ত কৌশল, ঢালাই স্পেশাল সিমেন্টের গুণাগুণ এবং নির্মাণের ক্ষেত্রে সঠিক উপকরণ ব্যবহারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জিয়ারুল ইসলাম বলেন,
“একটি টেকসই বাড়ি নির্মাণে শুধু ভালো ডিজাইন নয়, প্রয়োজন মানসম্পন্ন নির্মাণ উপকরণ। স্টিলের মরিচা পড়া বা কংক্রিটের ভেতরে স্যাঁতসেঁতে ভাব—সবকিছুর সমাধান হতে পারে সঠিক সিমেন্ট ব্যবহারে। ঢালাই স্পেশাল সিমেন্ট কংক্রিটের স্ট্রেন্থ বাড়িয়ে দেয়, ফলে আপনার বাড়ি হয় আরও বেশি নিরাপদ ও স্থায়ী।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের পরিবেশক কুদ্দুস ভাইয়ের নেতৃত্বে মাগুরায় ঢালাই স্পেশাল সিমেন্টের ব্যবহার আরও বৃদ্ধি পাবে এবং নিরাপদ ঘর নির্মাণে এই সিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা ইতোমধ্যে ভালো অভিজ্ঞতা পেয়েছেন, তারা যেন অন্যদেরও উৎসাহ দেন—এভাবেই গড়ে উঠবে উন্নত ও নিরাপদ বাংলাদেশ।”

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের মতামত ও প্রশ্নোত্তরের মাধ্যমে এই কর্মশালাটি হয়ে ওঠে তথ্যবহুল ও সচেতনতামূলক, এবং প্রত্যেককে উপহার দেওয়া হয় এবং রাতের ডিনারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং