1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

মাগুরায় সিগারেট চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ৩

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

মাগুরায় সিগারেট চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ৩

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা

মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক যুবক নিহত এবং আরও তিন জন গুরুতর আহত হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন রিপন শেখ তার প্রতিবেশী রাজিব মোল্লার কাছে সিগারেট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এ সময় রিপনের পক্ষের লোকজন রাজিবদের বাড়িতে গিয়ে উত্তেজনা সৃষ্টি করে। একপর্যায়ে রাজিবের ভাই আলামিন ধারালো ছুরি নিয়ে হামলা চালালে হাসান শেখ, পাঞ্জু শেখ, মিজান শেখ এবং শিপন শেখ গুরুতর আহত হন।

রাত দেড়টার দিকে আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসান শেখকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং