1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

মাগুরায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে
মাগুরায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
২৩ মে ২০২৫, শুক্রবার, বাদ জুম’আ মাগুরা শহরের নোমানী ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা শাখার আয়োজনে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সংবিধানে আল্লাহর একত্ববাদের বিপরীতে বহুত্ববাদ সংযোজনের প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। একইসঙ্গে যৌনকর্মীদের শ্রমিক মর্যাদা দেওয়ার প্রস্তাব, ইসলামবিরোধী কথিত নারী কমিশনের বিলুপ্তি এবং নারী অধিকারের নামে কুরআনবিরোধী সমঅধিকার দাবির বিরুদ্ধেও সপাট বক্তব্য তুলে ধরেন।
এছাড়া ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর পরিচালিত গণহত্যা, ওয়াকফ সম্পত্তি ধ্বংসকারী আইন বাতিল এবং সারাদেশে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার দাবিও জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা কাজী জাবের বিন মুহসিন (তাজাল্লা)।
বিক্ষোভ মিছিলটি নোমানী ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে এসে  শেষ হয়। এতে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো তৌহিদি জনতা অংশগ্রহণ করেন।
হেফাজতের নেতারা বলেন, এই আন্দোলন শান্তিপূর্ণ হলেও ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং