1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

মাগুরা শালিখায় ওয়ারেন্টভূক্ত ৭ আসামি গ্রেফতার

জসীম উদ্দীন, শালিখা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

মাগুরা শালিখায় ওয়ারেন্টভূক্ত ৭ আসামি গ্রেফতার

জসীম উদ্দীন, শালিখা প্রতিনিধিঃ

মাগুরা শালিখা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি একজন, জিআর ওয়ারেন্ট ভূক্ত ৬ জনকেসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে। এ বিষয়ে শালিখা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া জানান, আদালতের ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে শালিখা থানা পুলিশের এসআই শরিফ হাবিবুর রহমান,এসআই আনোয়ার হোসেন,এসআই মারুফ হোসেন,এসআই শাহ আলম ও সঙ্গীয় ফোর্স সহ গত বুধবার দিনগত রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনার
মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে।

শালিখা উপজেলার নাঘোসা গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে জয়নাল মোল্লা (৫৫),একই গ্রামের সুরমানের ছেলে শরিফুল খাঁ (২৯),আড়পাড়া গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে আশরাফুল (৩৫),সিমাখালী গ্রামের নারী আসামি মমতাজ (৩৫),একই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে সাহেব আলী (৫০),ছয়ঘরিয়া গ্রামের আনোয়ারের ছেলে শাহিনুর (২২),দেশমুখ পাড়া গ্রামের নারী আসামী নাজমা খাতুন (৩৩) সহ মোট সাতজনকে গ্রেফতার করে।আজ বৃহস্পতিবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং