1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

একজননীর মা, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

মাগুরা মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কাওয়ালী পাড়া গ্রামের রসকান্ত কুমার বিশ্বাসের পুত্র সুভাষ কুমার বিশ্বাসের স্ত্রী অনন্যা বিশ্বাস একজননীর মা,
গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

সাবেক মেম্বার রসকান্ত কুমার বিশ্বাস ও সাবেক সভাপতি ধুলজুড়া চুড়ারগাতি মাধ্যমিক বিদ্যালয়।

মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের কাওয়ালী পাড়া গ্রামের সুভাষ বিশ্বাস এর স্ত্রী অনন্যা বিশ্বাস (২৫) মঙ্গলবার দুপুরে নিজ ঘরের

আড়ার সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

অনন্যা বিশ্বাসের শশুর রসকান্ত (৫৫) বিশ্বাস মাঠ থেকে বাড়িতে এসে কাউকে না দেখে অনন্যা বিশ্বাসের ঘরের দরজা বন্ধ দেখে দরজার সামনে গিয়ে ডাকতে থাকেন। কোন সাড়াশব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে অন্যনাকে ঘরে আড়ার সহিত গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের বেড়া খুলে ঘরে প্রবেশ করে অনন্যা বিশ্বাসকে ঝুলন্ত অবস্থায় হতে মাটিতে নামান।

স্থানীয় পল্লী চিকিৎক ডাক্তার মনি মোহন বিশ্বাস (৬৫) অনন্যা বিশ্বাস কে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে বাবুখালি পুলিশ ক্যাম্পের এস আই কৃষ্ণপদ মজুমদার সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং