1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ব্যাপক ক্ষতি

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ব্যাপক ক্ষতি
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা

লঘুচাপের প্রভাবে বুধবার সকাল থেকে মাগুরায় টানা বৃষ্টিপাতে শহর ও গ্রামীণ নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি শুরু হলে শহরের বিভিন্ন সড়ক প্লাবিত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শহরের বিভিন্ন স্কুলের সামনে দেখা গেছে শিক্ষার্থীদের পানির মধ্য দিয়ে বিদ্যালয়ে পৌঁছাতে হিমশিম খেতে। নবম শ্রেণির শিক্ষার্থী হাবীবা খাতুন জানান, “আজ আমাদের পরীক্ষা রয়েছে, তাই প্রবল বর্ষণ উপেক্ষা করেই বের হয়েছি। বাড়ির আশপাশের রাস্তাগুলো পানিতে ডুবে গেছে, কিন্তু পরীক্ষা তো দিতেই হবে।”

এদিকে বৃষ্টির কারণে শহরের সদর হাসপাতাল রোড, কলেজ রোড, ভায়না, মিশনপাড়া, কলেজপাড়া, কাউন্সিলপাড়া সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে।বেশি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে কলেজপাড়ায়।বিপাকে
পড়েছে শিক্ষার্থী সহ পথচারীরা।

শুধু শহর নয়, বৃষ্টির প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রেও। সদরের কাপাসটি, বালিয়াডাঙ্গা, হাজরাতলা, শ্রীপুর ও মোহাম্মদপুরের বিস্তীর্ণ মাঠে আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়াও বহু মাছের ঘের পানির তোড়ে ভেসে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কাপাসটি গ্রামের কৃষক জামির জানান, “প্রবল বৃষ্টিতে আমার সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে, সব শেষ।”
বালিয়াডাঙ্গা গ্রামের কৃষক নাজিমুদ্দিন বলেন, “জমির পাট কাটতে শুরু করেছিলাম, কিন্তু এমন বৃষ্টিতে মাঠে কাজ করা দুরূহ হয়ে পড়েছে।”

প্রবল বর্ষণে সাধারণ জনজীবন ও কৃষিজ অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দ্রুত পানি নিষ্কাশন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং