1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন

আগামী ২১ জুলাই, ২০২৫ শনিবার দিনব্যাপী সমগ্র মাগুরা জেলাতে চলবে গাছ লাগানোর মহোৎসব

মো: সাজ্জাদ হোসেন
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

মরুরে চাহি না, চাহি বৃক্ষরে, নেব কিশলয়ে ঠাঁই
কচি-সবুজের উৎসব আজই মোহনীয় মাগুরায়

এই স্লোগানে আগামী ২১ জুলাই, ২০২৫ সোমবার  দিনব্যাপী সমগ্র মাগুরা জেলাতে চলবে গাছ লাগানোর মহোৎসব।

গাছ লাগানোর স্থান: নিজ বাসা/বাড়ি/অফিস/প্রতিষ্ঠানের আঙিনা/ছাঁদ, উন্মুক্ত উদ্যান, রাস্তার ধার, জলাশয়ের পাড়।

অংশগ্রহণে: মাগুরা জেলার সকল সরকারি, বেসরকারি, এনজিও, সামাজিক/সাংস্কৃতিক/ক্রীড়া/স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং ব্যক্তি পর্যায়ে মাগুরা জেলার স্থায়ী বাসিন্দা।

গাছের ধরণ: ফলজ, বনজ ও ঔষধি।

আয়োজনে: জেলা প্রশাসন, মাগুরা ও পরিবর্তনে আমরাই।

অংশগ্রহণের নিয়মাবলি:
★ ২১ জুলাই, ২০২৫ সোমবার সকাল ০৮ টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত যেকোনো সময়ে নিজ/প্রতিষ্ঠানের গাছ লাগানোর উপযুক্ত জায়গায় কমপক্ষে একটি গাছের চারা রোপণ করতে হবে।
★ গাছ লাগানোর সময়ে একটি ছবি ও সম্পূর্ণ প্রক্রিয়ার একটা ভিডিও চিত্র ধারণ করতে হবে।
★ একটি ছবি ও ভিডিও নিজস্ব ফেইসবুক আইডি থেকে নির্দিষ্ট ক্যাপশন ব্যবহার করে ২১ জুলাই রাত ১২ টার আগে পোস্ট করতে হবে।
★ ফেইসবুক পোস্টের ক্যাপশন 👇

মরুরে চাহি না, চাহি বৃক্ষরে, নেব কিশলয়ে ঠাঁই
কচি-সবুজের উৎসব আজই মোহনীয় মাগুরায়

@সবুজ উৎসব ২০২৫

আয়োজনে: @DC Magura ও @পরিবর্তনে আমরাই’

অংশগ্রহনকারীর নাম:
প্রতিষ্ঠান/সংগঠনের নাম:
ঠিকানা:
মোবাইল নম্বর:

#GreenFestivalMagura25

(সবাইকে ঠিক একই লেখা ব্যবহার করতে হবে)
★ ফেইসবুকে অবশ্যই প্রাইভেসি পাবলিক করে পোস্ট করতে হবে।
★ প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে সকল ছবি ও তথ্য দিয়ে একটি প্রমাণপত্র আগামী ২৬ জুলাইয়ের মধ্যে Google form পূরণ করে জমা দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং