1. sajjadmd983@gmail.com : Md Sajjad : Md Sajjad
  2. info@www.maguranewstv.com : NEWS TV : NEWS TV
  3. azimvai50@gmail.com : shohaib azim : shohaib azim
  4. info@www.maguranewstv.com : মাগুরা নিউজ টিভি :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০:২০ অপরাহ্ন

শালিখায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

জসীম উদ্দীন, শালিখা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

শালিখায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

জসীম উদ্দীন, শালিখা প্রতিনিধি ঃ

মাগুরা শালিখায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মিজানুর রহমান গ্রেফতার।
শালিখা উপজেলার হরিশপুর গ্রামের সোনালী খাতুন(৩৮) নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার ঘটনায় নিহতের স্বামী মিজানুর রহমান (৪৫) গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।

শুক্রবার (২৫জুলাই) সকাল ১১টার দিকে শালিখা থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এতে উল্লেখ করা হয়, পারিবারিক কলহের জের ধরে ১২জুলাই সকাল ৭টার দিকে মিজানুর রহমান তার স্ত্রী সোনালী খাতুনকে শারীরিক নির্যাতন করেন। এলোপাতাড়ি কিলঘুষি ও লোহার রড (শাবল) দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার স্ত্রী সোনালী খাতুনের মৃত্যু হয়।হত্যার পর স্বামী মিজানুর রহমান পালিয়ে যায়।

আসামিকে গ্রেফতার করার জন্য শালিখা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা,বিপিএম, পিপিএম দিকনির্দেশনায় বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৯টার সময় ফরিদপুর জেলার সালতা থানার মুরাটিয়া গ্রামের লালন মাতবরের বাড়ি থেকে গ্রেপ্তার করে।আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে শালিখা থানা পুলিশ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐠𝐦𝐭𝐯𝟐𝟒.𝐨𝐧𝐥𝐢𝐧𝐞
ওয়েবসাইট ডিজাইন : বাংলাদেশ হোস্টিং